Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নিকলী উপজেলা

এক নজরে নিকলী উপজেলা

সাধারণ তথ্যঃ-

০১। উপজেলার আয়তনঃ ২১৪ বর্গ কিলোমিটার ।

০২। উপজেলার ভৌগোলিক অবস্থানঃ উঃ অক্ষাংশ ২৪ ১৫ - ২৪ ২৭ এর মধ্যে পূঃ দ্রাঘিমাংশ

                         ৯০ ৫২-৯১ ০৩ এর মধ্যে ।

০৩।থানা সৃষ্টিঃ ১৫ আগস্ট ১৮২৩ খ্রিঃ।

০৪। উপজেলা সৃষ্টিঃ ২৪ মার্চ , ১৯৮৩খ্রিঃ।

০৫। জনসংখ্যা মোটঃ ১,৩০,৩৭৯ জন (পু্রুষঃ৬৭,৬৩৮জন মহিলাঃ ৬২,৭৪১ জন)।

০৬। জনসংখ্যার ঘনত্বঃ ৫৭৫ জন (প্রতি বর্গ কিলোমিটারে )

০৭। ভোটার সংখ্যাঃ ৮০,৯৯৮ জন (পুরুষঃ ৪০,৩৫৪ জন মহিলাঃ ৪০,৬৪৪ জন)।

০৮। ইউনিয়ন ভূমি অফিসঃ ০৬ টি।

০৯।মৌজা সংখ্যাঃ ৪৩ টি।

১০।গ্রাম সংখ্যাঃ ১২৮ টি।

১১।ইউনিয়ন সংখ্যাঃ ০৭ টি।

১২।জলমহাল সংখ্যাঃ বিশ একরের নীচে ১১টি।

              বিশ একরের ঊর্ধ্বে ২৭ টি।

১৩।ফেরীঘাটঃ ০৭টি।

১৪।খাদ্য গোডাউনঃ ০৩টি গুদামঘর , ধারণ ক্ষমতা ১৫০০ মেট্রিক টন ।

রাস্তার বিবরণঃ

০১। জলপথঃ ৭৫ কিলোমিটার

    স্থলপথঃ ২০২ কিলোমিটার (পাকা ৩০ কিঃমিঃ , কাচা ১৭২ কিঃ মিঃ)।

শিক্ষা সংক্রান্ত তথ্যঃ-

০১। শিক্ষার হারঃ ৪৫%

০২। সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৮ টি।

০৩। রেজিঃবেঃপ্রাথমিক বিদ্যালয়ঃ ১৯ টি।

০৪। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাঃ ০২ টি।

০৫। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩ টি।

০৬। দাখিল মাদ্রাসাঃ ০৫ টি।

০৭। মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৭ টি।

০৮। কলেজঃ ০১ টি।

স্বাস্থ্য ও জনস্বাস্থ্যঃ-

০১। হাসপাতালঃ ০১ টি ( ৩১ শয্যা বিশিষ্ট )।

০২। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রঃ ০৩ টি।

০৩।পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৩ টি।

০৪।কমিউনিটি ক্লিনিকঃ ১৩ টি।

০৫।গভীর নলকূপঃ ১৪৮ টি।

০৬।অগভীর নলকূপঃ ৪,১৬৩ টি।

০৭।তারা পাম্পঃ ২৫৫ টি।

০৮।আর্সেনিক আক্রান্ত নলকূপঃ ৯৯৫ টি।

কৃষি সংক্রান্ত তথ্যাবলীঃ-

মোট এলাকা           : ২১,৪০০ হেক্টর

মোট আবাদি জমি       : ১৭,৮২০ হেক্টর

খাদ্য উতপাদন         : ৬৬,৫৪৭ মেট্রিক টন

খাদ্য চাহিদা           : ২৯,২৮৭ মেট্রিক টন

উদ্বৃত্ত্ব               : ৩৭,২৬৭ মেট্রিক টন

মোট পুকুর সংখ্যাঃ ৮৯৯ টি

পুকুরের মোট আয়তনঃ ১৪৫.৬ হেক্টর (প্রায়) 

মুক্ত জলাশয় ও বদ্ধ জলাশয়ে মোট মাছের উতপাদনঃ ৭৪২৩ মেট্রিক টন

 নামকরণ:

মোগল  বাহিনী খাজা ওসমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাকে ধাবিত করতে এই এলাকায় এসে

 পৌঁছায় এবং সেখানে ছাউনি ফেলে। তাদের অস্থায়ী আবাসস্থল স্থানীয় মানুষেরা জড়ো হলে দলের প্রধান সিপাহীদের বলেন উছলে নিকালো। এই ফার্সিয় শব্দ ভাষা ‍উচ্চারনের বিবর্তন আর বিকৃতীতে নিকালো থেকে নিকলী হয়েছে  বলে জনশ্রুতি হয়েছে। অন্যদিকে, নিকলীর সাবেক নাম আগর সুন্দর বলে নানা গ্রন্থে উল্লেখ হয়েছে। এদিকে নিকলী নিখলী নামের হুবহু শ্ব্দ উচ্চারণ ব্যবহার উল্লেখ রয়েছে বাংলা ভাষার প্রথম প্রাচীন চর্যাপদ নামক কাব্য গ্রন্থে। অনুরূপ প্রাচীন রসুল বিজয় কাব্য গ্রন্থে নিকলী›নিকলী›নিখলী শব্দ ব্যবহার উল্লেখ রয়েছে। অর্থাত জনপদ নামে নিকলী নামের সঠিক উতপত্তির কোন সন্ধান না পাওয়া গেলেও নিকলী এ শব্দ নামে দালিলি প্রমাণ পাওয়া যায়।